ছাত্র জমিয়ত জামিয়া শাখা
ছাত্রদের প্রশিক্ষণমূলক রাজনতিক সংগঠন এটি। শতাব্দীর প্রাচীনতম ও আকাবির আসলাফের স্মৃতিবিজড়িত জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গসংগঠন এটি। জামেয় শাখা প্রশিক্ষণমূলক কর্মসূচির মাধ্যমে ছাত্রদের প্রতিভা বিকাশ, বক্তৃতা ও লেখনীর যোগ্যতা তৈরি, নেতৃত্বগুণের উন্মেষ, পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও শৃঙ্খলা তৈরির কাজ আঞ্জাম দেয়।