জামিয়ার লক্ষ্য-উদ্দেশ্য:
আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন।
সাহাবায়ে কিরাম, আইম্মায়ে মুজতাহিদীন, আকাবিরে ইসলাম এবং সালাফের দেখিয়ে দেয়া পন্থায় কুরআন-হাদীসের সঠিক শিক্ষা দান।
একদল যোগ্য ওয়ারাসাতে আম্বিয়া তৈরী।
পড়ালেখার পাশাপাশি ছাত্রদেরকে বক্তৃতা, লিখনীসহ যুগচাহিদার উপযোগী করে গড়ে তোলা।
ইলমের সাথে আমলের সমন্বয় সাধন। প্রত্যেক ছাত্রকে আলিমে বা-আমল হিসেবে গড়ে তোলা।
ইসলাম বিরোধী সকল অপশক্তি, ছদ্ধবেশি তাবৎ বাতিলের শক্ত প্রতিরোধ।
শিরক, বিদআতের মূলোৎপাটন। কুসংস্কারমুক্ত ইসলামী সমাজ গড়ে তোলা।
বিশুদ্ধ আক্বিদার প্রসার। সবধরণের গোমরাহী থেকে সমাজকে রক্ষা করা।