প্রতিষ্ঠার মূলে যিনি: ঐতিহ্যবাহী এ মাদরাসার প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের বরেণ্য শিক্ষাবিদ মাওলানা শায়খ শিহাবুদ্দীন রাহ.। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় জামিয়ার পথচলাা শুরু হয়।

আরো যারা ছিলেন: মাদনাসার গোড়াপত্তনে মাওলানা শিহাবুদ্দিন একা ছিলেন না, সাথে ছিলেন আরো কয়েকজন জানবাজ মর্দে মুজহিদ। তাঁরা হলেন- মাওলানা মুসদ্দর আলী রাহ.-আকাখাজানা, মাওলানা শায়খ আব্দুল হাই রাহ.-সুপাতলা, মাওলানা আব্দুল ওয়াহহাব রাহ- দেউলগ্রাম, মাওলানা মুকাদ্দাস আলী রাহ.- আকাখাজানা, মাওলানা খলিলুর রাহমান- পাতন, মাওলানা ক্বারী যহুরুল হক- আঙ্গারজুর, মাওলানা মুসলিম উদ্দিন রাহ. মাওলানা বশির উদ্দিন- আঙ্গুরা মুহাম্মদপুর, মাওলানা নিমার আলী- শালেশ্বর, মাস্টার আরজুমন্দ আলী- আঙ্গুরা মুহাম্মদপুর প্রমুখ।

প্রতিষ্ঠাতা মুহতামিম: জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শায়খ শিহাবুদ্দীন রাহ. ছিলেন এর প্রথম মুহতামিম। ১৩৮১ হিজরী থেকে ১৩৯২ হিজরী পর্যন্ত তিনি এহতেমামির গুরুদায়িত্ব পালন করেন।