ইক্বরা ফাউন্ডেশন ইউকে
এটি ইংল্যান্ডে জামিয়ার অর্থনৈতিক সংস্থা। জামিয়ায় ব্যায়খাতের সিংহভাগ অর্থের যোগান দেয় এই ফাউনেডশন। ২০০৭ ইংরেজী থেকে এই সংস্থার যাত্রা শুরু হয়। জামিয়ার এলাকার সাতটি গ্রামের ইংল্যান্ড প্রবাসী শুভাকাঙ্খীদের নিয়ে এটি গঠিত। সংস্থাটির সভাপতি হলেন জনাব ফারিশ উদ্দিন এবং সেক্রেটারী…..। জামিয়ার আর্থিক উন্নয়নে সংস্থাটি ব্যাপক কাজ করে যাচ্ছে।