আসহাবে বায়আতে রিযওয়ান ফান্ড

এটি স্থায়ী দাতা সংস্থা। এর দুটি ক্যাটাগরী আছে: ‘ক’ ক্যাটাগরী এবং ‘খ’ ক্যাটাগরী। 

‘ক’ ক্যাটাগরীর সদস্যরা বার্ষিক ৫০০০/- (পাঁচ হাজার) এবং ‘খ’ ক্যাটাগরীর সদস্যরা বার্ষিক ২০০০/- (দুই হাজার) টাকা প্রদান করেন। ঐতিহাসিক বায়আতে রিযওয়ানে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামের স্মরণে এই ফাণ্ডের নামকরণ করা হয় ‘আসহাবে বায়আতে রিযওয়ান ফান্ড’। 

দেশ-বিদেশের যে কেউ এর সদস্য হতে পারবেন। সদস্যদেরকে সংস্থার পক্ষ হতে একটি সনদ প্রদান করা হয়। 

যোগাযোগ
হাফিজ মাওলানা মুফতি জসিম উদ্দীন
শিক্ষক- জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর
মোবাইল: ০১৭২০৯৯৯০৬৭