দারুল ইকামায় অবস্তানরত ছাত্রদের জন্য জরুরী নির্দেশনা

১. দারুল ইক্বামায় অবস্থানরত প্রত্যেক ছাত্রকে অবশ্যই দারুল ইক্বামার নির্ধারিত ভর্তি ফি আদায় করত: যিম্মাদার সাহেবের কাছ থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।

২. কর্তৃপক্ষের মঞ্জুরীকৃত ভর্তি ফরম জিম্মাদার সাহেবের কাছে জমা দেওয়ার পর নিয়মিত থাকা-খাওয়ার সুযোগ দেওয়া হবে।

৩. ভর্তি ফরম গ্রহণকালে এককালীন দারুল ইক্বামার ভর্তি ফি ৫০০, বিদ্যুৎ ফি ৫০০, জেনারেটর ফি ৫০০, মোট ১৫০০ টাকা দিতে হবে।

৪. ফ্রি খানা পেতে হলে ত্রৈমাসিক পরীক্ষায় কমপক্ষে গড় মার্ক ৪৫ নম্বর পেতে হবে, কম হলে ফ্রি থাকা-খাওয়ার সুযোগ থাকবে না।

৫. নাযারা থেকে শুরু করে ৫ পারা হিফজ করা পর্যন্ত ও একাডেমি থেকে ইবতেদায়ী ৪র্থ পর্যন্ত এবং অকৃতকার্য ছাত্রকে দারুল ইক্বামায় অবস্থান ও খানা খেতে হলে প্রতি মাসে ১৫০০/= করে দিতে হবে।

৬. খাস খানা গ্রহণ করলে মাসিক ১০০০/= টাকা দিতে হবে।

৭. মোবাইল ব্যবহার নিষিদ্ধ। অবৈধভাবে মোবাইল ব্যবহারকারীর ব্যাপারে কর্তৃপক্ষ বহিষ্কারসহ যেকোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে।

৮. দারুল ইক্বামায় ১দিনের অধিক অনুপস্থিত থাকার পর খানা জারি করাতে হলে নাযিমে তা’লীমাত কর্তৃক মঞ্জুরকৃত দরখাস্ত পেশ করতে হবে।

৯. মাগরিবের নামাজের পর থেকে যিম্মাদার কর্তৃক নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে রাত ৮:৪৫ পর্যন্ত নিয়মিত তাকরার ও পড়পাশোনা করতে হবে। এরপর থেকে নামাজে এশার প্রস্তুতি নিতে হবে।

১০. এশার নামাজের পর ১ম ঘণ্টা বাজা মাত্রই আসাতিযায়ে কেরামের খাদিমগণ খানা উঠানোর জন্য মাতবাখে উপস্থিত হতে হবে এবং ২য় ঘণ্টা বাজার পর থেকে ছাত্রদের খানা দেওয়া হবে। প্রত্যেক ছাত্রকে অবশ্যই নিজ নিজ হাজিরা দিয়ে খানা উঠাতে হবে।

১১. রাত ১০টার ভিতরেই খানা শেষ করে ১১টা পর্যন্ত নিয়মিত পড়াশোনা করতে হবে।

১২. ১১টার পর থেকে কেউ পড়াশোনা করতে হলে যিম্মাদারের অনুমতিক্রমে নীরবে নিজ দায়িত্বে নিজ আসনে পড়াশোনা করবে।

১৩. ফজরের নামাজের পর তেলাওয়াতান্তে ৮:৩০মিনিট পর্যন্ত পড়াশোনায় মশগুল থাকতে হবে। এবং এর ভিতরেই যে কোনো এক সময়ে নাস্তার সুযোগ থাকবে। নাস্তার জন্য বাজারে বা মাদরাসার বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

১৪. সকাল ৮:৩০ মিনিট থেকে ৯টার ভিতরেই গোসল সেরে নিতে হবে। এর পূর্বে ও পরে গোসল করা ও কাপড় কাঁচা নিষিদ্ধ।

১৫. সকাল ৯টার পর ১ম ঘণ্টা বাজার সাথে সাথে খাদিমগণ এবং ২য় ঘণ্টা বাজা মাত্রই অন্য ছাত্ররা খানা উঠাবে।

১৬. হিফজ বিভাগের ছাত্রদের পড়াশোনা ও নামাজের সময়সূচি উক্ত বিভাগের দায়িত্বশীলদের নির্দেশ মাফিক হবে।

১৭. বাজারে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ প্রয়োজনে বাজারে যেতে হলে যিম্মাদার সাহেবের কাছ থেকে অনুমতি নিতে হবে।

১৮. বাড়ি বা মাদরাসার বাইরে কোথাও যেতে হলে যিম্মাদার সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে খানা বন্ধ করিয়ে যেতে হবে এবং আসার পর খানা জারি করাতে হবে।

১৯. অনুমতি ছাড়া কোনো মেহমান বা জায়গিরের কোনো ছাত্রকে দারুল ইক্বামায় থাকা বা খাওয়ার সুযোগ দেয়া নিষিদ্ধ।

২০. কোনো ছাত্র অন্য কোনো ছাত্রের বিছানায় থাকতে বা অন্যের কোনো জিনিসপত্র ব্যবহার করতে পারবে না।

২১. দারুল ইক্বামায় অবস্থানরত প্রত্যেক ছাত্রকে নিজ নিজ আসবাবপত্র, টাকা , পয়সা-পয়সা নিজ দায়িত্বে হেফাজত করতে হবে।