দারুল ইক্বামায় ভর্তি তথ্য
১. দারুল ইক্বামায় অবস্থানরত প্রত্যেক ছাত্রকে অবশ্যই দারুল ইক্বামার নির্ধারিত ভর্তি ফি আদায় করত: যিম্মাদার সাহেবের কাছ থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
২. কর্তৃপক্ষের মঞ্জুরীকৃত ভর্তি ফরম জিম্মাদার সাহেবের কাছে জমা দেওয়ার পর নিয়মিত থাকা-খাওয়ার সুযোগ দেওয়া হবে।
৩. ভর্তি ফরম গ্রহণকালে এককালীন দারুল ইক্বামার ভর্তি ফি ৫০০, বিদ্যুৎ ফি ৫০০, জেনারেটর ফি ৫০০, মোট ১৫০০ টাকা দিতে হবে।
৪. বিছানাপত্রের ব্যবস্থা নিজে করতে হবে। মাদরাসার পক্ষ থেকে থাকা-খাওয়ার ব্যবস্থাপনা করা হবে।
৫. জাকাত গ্রহণের উপযুক্ত কি না- ভর্তি ফরমে উল্লিখিত কলামে তা বর্ণনা করতে হবে। জাকাতের উপযুক্ত হলে ফ্রি খানা গ্রহণের সুযোগ থাকবে।