শিক্ষা কার্যক্রম :

ইসলামী আইন ও ফতোয়া বিষয়ে একদল বিশেষজ্ঞ আলেম তৈরির নিমিত্ত ১৪৪২ হিজরী মোতাবেক 2021 সাল থেকে বিভাগটির যাত্রা শুরু হয়। জামিয়ার চারজন উস্তাযের নিয়মিত পাঠদান ও সার্বক্ষণিক তত্ত্বাবধানে এ বিভাগ পরিচালিত হয়। এক বছর মেয়াদী ইফতা কোর্সে মেধাবী ও মনোযোগী ছাত্রদের রাখা হয়। ২৪ ঘন্টার রুটিন এবং সার্বক্ষণিক নেগরানীর মাধ্যমে কম সময়ে ফিক্বহ, উসূলে ফিক্বহ, ফিক্বহে মুতাওয়ারাসাহ, ফিক্বহে মুকারানাহ, তামরীনুল ইফতাসহ এতদসংশ্লিষ্ট যাবতীয় বিষয় শিক্ষা দেয়া হয়। বাৎসরিক তিনটি পরীক্ষার পাশাপাশি নিয়মিত ইলমী মুহাযারা-মুনাক্বাশাও হয়। মুতালার সুবিধার্থে ইফতা বিভাগের জন্যে আলাদা কুতুবখানারও ব্যবস্থা আছে।

ভর্তি তথ্য :

  • আবেদনকারীকে দাওরায়ে হাদীসের ফাইন্যাল পরীক্ষায় স্বীকৃত কোনো বোর্ড হতে মুমতাজ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • শাওয়াল মাসের দ্বিতীয় সপ্তাহে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।
  • দফতরে তালীমাত থেকে নির্ধারিত ফি আদায় করে ভর্তি ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কলাম পূর্ণ করে মৌখিক পরীক্ষা দিয়ে দাখেলা নিতে হবে।
  • নির্ধারিত আসনসংখ্যা পূর্ণ হওয়ার পর ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।
  • হেদায়া ৩য় খণ্ড থেকে ভর্তি পরীক্ষা নেয়া হবে।

পাঠ্যক্রম :

এক বৎসরে তিন ফাতরাহ বা সেমিস্টারে নেসাব পূর্ণ করা হয়।

১ম সেমিস্টার

  • شرح عقود رسم المفتي ومقدمة رد المحتار
  • الدر المختار (كتاب النكاح والطلاق)
  • أصول الإفتاء وادابه
  • الأشباه والنظائر
  • اسلام اور جديد معيشت وتجارت

২য় সেমিস্টার

  • الدر المختار (كتاب الطهارة)
  • الدر المختار (كتاب الايمان والوقف)
  • الوجيز في أصول الفقه
  • المدخل إلي علوم الحديث الشريف
  • السيراجي في الميراث

৩য় সেমিস্টার

  • الدر المختار
  • الدر المختار
  • شرح الفقه الأكبر
  • فتح الكريم في سياسة النبي الأمين