শিক্ষা কার্যক্রম :

 হুফফাযের প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জন দক্ষ ও অভিজ্ঞ উস্তাদের তত্ত্বাবধানে এই বিভাগ পরিচালিত হয়। নাযেরা থেকে শুরু করে হিফজ তাকমীল পর্যন্ত মোট ৫টি স্তরে শিক্ষা-কার্যক্রম পরিচালিত হয়। ২৪ ঘণ্টা রুটিনভিত্তিক অত্যন্ত নিয়মতান্ত্রিকতা ও শৃঙ্খলার সাথে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। কুরআনুল কারীমের হিফজের পাশাপাশি হস্তলিপির বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। পাশাপাশি তা`লীমুল ইসলাম ও তাজবীদ শিক্ষা দেয়া হয়। মাসিক পরীক্ষাসহ বছরে মোট তিনটি পরীক্ষা নেয়া হয়। হিফজ তাকমীলের কেন্দ্রীয় পরীক্ষা আযাদ দ্বীনী এদারায়ে তা`লীম বাংলাদেশ এবং হিফজ ১৫ পারার কেন্দ্রীয় পরীক্ষা তানযীমুল মাদারিস বোর্ডে দেয়া হয়। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক সবিনা হয় এবং মাসিক ১টি করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিদিন ৪০ মিনিট মশক দেয়া হয়। নির্ধারিত তথ্য বইয়ে প্রতিদিনের সবক ও আমুখতার বিবরণ সংকলন করা হয়। প্রতি শুক্রবার ছাত্রদের উদ্দেশ্যে আখলাকি তারবিয়াত দেয়া হয়।

পাঠ্যক্রম :

  1. হিফজুল কুরআন ( নাযেরা থেকে তাকমীল )।
  2. তা`লীমুল ইসলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ।
  3. উর্দু কা আবজাদ
  4. আসবাকে তাজবীদ, তাজবীদুল কুরআন
  5. হস্তলিপি প্রশিক্ষণ

পাঠদান পদ্ধতি :

★ দৈনিক সবক, সাত সবক ও আমুক্তা নেয়া হয়।

★ ১থেকে ৫ পারা পর্যন্ত সবকী ছাত্রদের সর্বনিম্ন ৫ পৃষ্ঠা আমুক্তা শুনা হয়।

★ ৬ থেকে ১০ পারা পর্যন্ত সবকী ছাত্রদের ৭ পৃষ্ঠা, ১০ উর্ধ্ব ছাত্রদের আধা পারা এবং দুর্বল পারাগুলোর আমুক্তা পূর্ণ হওয়ার পর পূণরায় উল্টো পৃষ্ঠায় একসাথে শুনা হয়।

★ চলিত সপ্তাহের আমুক্তা সাপ্তাহিক শবিনায় পড়তে হয়।

★ চলিত মাসের আমুক্তা হতে মাসিক পরীক্ষা নেয়া হয়।

★ তাকমীলের ছাত্রদের প্রথম দাওরাহ আধা পারা করে, পরের দাওরাহগুলো ১ পারা করে শুনাতে হয়।

★ চলিত সপ্তাহের পারাগুলো সাপ্তাহিক শবিনায় পড়তে হয়।

★ তাকমীলের ছাত্রদের জন্য সাপ্তাহিক শবিনায় সর্বনিম্ন ৫ পারা পড়তে হয়।

★ প্রতিদিনকার পড়া রাতে নফল নামাজে তিলাওয়াত করতে হয়।

★ প্রতিদিন এশার নামাজের পূর্বে খতমী ছাত্রদেরকে সওয়াল ধরানো হয়।

হিফজ শাখার বৈশিষ্ট্য :

👉🏻 হুফফাজের প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষকদের সার্বক্ষণিক নেগরানিতে পড়া-শুনা।

👉🏻 স্বল্প সময়ে সবক শেষ করার অঙ্গীকার।

👉🏻 মাত্র এক বছরে আক্ষরিক জ্ঞান থেকে নিয়ে পূর্ণ কুরআন শরীফের নাযারা সহীহ শুদ্ধ করণ সহ পাঁচ পারা মুখস্ত করা।

👉🏻 বিশুদ্ধ তিলাওয়াতের জন্য দৈনিক ইজতেমায়ী মশ্বক ছাড়াও খুছুছি মশ্বকের ব্যবস্থা।

👉🏻 আর্ন্তজাতিক পুরষ্কারপ্রাপ্ত হাফিজদের তিলাওয়াত অনুকরণের জন্য চাউনবাক্সে তিলাওয়াত শুনানো।

👉🏻 ছাত্রদের প্রতিভা বিকাশে স্থানীয় ও জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।

👉🏻 মাসিক পরীক্ষা ছাড়াও ত্রৈমাসিক বিশেষ প্রতিযোগিতা।

👉🏻 আদাব – আখলাক সংশোধনে সাপ্তাহিক তারবিয়াত।

👉🏻 শিক্ষকগণকে ছাত্রদের অভিবাবকত্ত্ব গ্রহণ।

👉🏻 সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন ৩০ মি: ইক্সারসাইয।

👉🏻 পূর্ণ বছরে বন্ধের সময়সীমা একেবারে অল্প।

👉🏻 ছুটির পর খোলার দিন থেকেই পড়া-শুনা শুরু! এবং উপস্থিতি বাধ্যতামূলক।

👉🏻 এছাড়া বাংলা, উর্দু ও মাসআলা-মাসাঈলের প্রাথমিক জ্ঞানার্জন।

👉🏻  হস্তলিপি সুন্দরের বিশেষ প্রশিক্ষণ।

👉🏻 ৫ পারার উর্ধ্বে সবকী ও হিফজ তাকমিলে মাসিক ফি ছাড়াই ভর্তির সুযোগ। গরীব মেধাবীদের জন্য বিশেষ ছাড়!

👉🏻 সবার জন্য মানসম্মত ফ্রি খানা রয়েছে। এছাড়া ভিআইপি খানা মাসিক ১৫০০/- টাকা মাত্র।

👉🏻 স্থায়ী ক্যাম্পাসে কোলাহল পরিবেশে পড়া-শুনা।