জামিয়ার কার্যক্রম সঠিকভাবে আঞ্জাম দিতে বেশ কয়েকটি সহযোগী সংগঠন তৎপর রযেছে। এগুলোর মাধ্যমে জামিয়া অল্পদিনেই তার শিক্ষা বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। নিম্মে এগুলোর পরিচয় তুলে ধরা হলো:
আল-হিলাল ছাত্র সংসদ, আশ-শিহাব পরিষদ
আশ-শিহাব পরিষদ: জামিয়ায় পড়ুয়াদের সংগঠন এটি। জামিয়ার চিন্তা-চেতনা বিশ্বময় ছড়িয়ে দেয়া এ সংগঠনের কাজ। তাহাফ্ফুযে দ্বীনের জন্য আশ-শিহাব পরিষদ ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। মাদরাসা প্রতিষ্ঠার প্রথমদিকে জামিয়ার ছাত্রদের পারস্পরিক বন্ধন মজবুত করতে আবনায়ে জামিয়া নামে একটি সংগঠনের গোড়াপত্তন করা হয়। এর সভাপতি এবং সেক্রেটারী হন যথাক্রমে- মাওলানা মুহিউদ্দিন ও মাওলানা শামসুদ্দিন। ১৪০৯ হিজরির শাবান মাসে এই সংগঠনের নাম পরিবর্তন করে তানযীমুল-ফুযালা রাখা হয়। এর সভাপতি হন মাওলানা মাহমুদুর রাহমান, আর সম্পাদক মাওলানা আবদুল বাসিত খান। ১৯৮৯ সালের ৮ জুন সংগঠনের নামে আবারও পরিবর্তন আসে। জামিয়ার আবনা-ফুযালা সকলকে অন্তর্ভূক্ত করে এবার নাম রাখা হয়- আশ-শিহাব পরিষদ। পরিষদের সভাপতি ও সেক্রেটারী নির্বাচিত হন- যথাক্রমে মাওলানা ফারুক আহমদ ও মাওলানা আব্দুর রাহমান শিহাবী। ১৯৯৩ সালের ২৩ আগস্ট আশ-শিহাব পরিষদের ২য় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জীকে সভাপতি এবং মাওলানা আব্দুল গফফার ছয়ঘরীকে সেক্রেটারী মনোনীত করা হয়। ১৯৯৭ সালে ২৭ মে অনুষ্ঠিত ৩য় কাউন্সিলে মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী সভাপতি এবং মাওলানা আসআদ উদ্দিন আল-মাহমুদ সেক্রেটারী নির্বাচিত হন। ১৯৯৯ সালে অনুষ্ঠিত হয় সংগঠনের চতুর্থ কাউন্সিল, এতে মাওলানা ফারুক আহমদকে সভাপতি এবং মাওলানা আসআদ উদ্দিন আল-মাহমুদকে সেক্রেটারী মনোনীত করা হয়। ২০১৩ সালে অনুষ্ঠিত ৫ম কাউন্সিলে মাওলানা ফারুক আহমদ সভাপতি এবং মাওলানা আব্দুৃল খালিক কাসেমী সেক্রেটারীর দায়িত্ব পান।
আশ-শিহাব পরিষদ ইউকে
যুক্তরাজ্যে অবস্থানরত জামিয়ায় পড়ুয়া ছাত্রদের সংগঠন এটি। ২০০৩ সালে এর যাত্রা শুরু হয়। মাওলানা মুস্তফা আহমদ পাতনী প্রথম সভাপতি এবং মাওরানা মুইনুল হক চৌধুরী প্রথম সেক্রেটারী নির্বাচিত হন। ২০১০ সালে সংগঠনের ২য় কাউন্সিলে মাওলানা মুস্তফা আহমদ পাতনী পুণরায় সভাপতি হন, সেক্রেটারী হন মুফতী সাদিকুর রাহমান। ২০২১ সালে অনুষ্ঠিত ৩য় কাউন্সিলে মাওলানা জহির উদ্দীন সভাপতি ও মাওলানা সালেহ আহমদ সাধারণ সম্পাদক মনোনীত হন। এই সংগঠনের প্রধান লক্ষ্য হচ্ছে ইংল্যান্ডের মাটিতে জামিয়ার মিশন বাস্তবায়ন করা। পাশাপামি জামিয়ার অর্থনৈতিক উন্নয়নেও এই সংগঠন কাজ করে যাচ্ছে। বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ কৃতিছাত্রদেরকে এর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
আশ শিহাব পরিষদ ইউএসএ
আমেরিকার জামিয়ার দাওয়াত পৌঁছাতে এই সংগঠনের জন্ম। আমেরিকা প্রবাসী জামিয়ায় পড়ুয়াদের নিয়ে এটি গঠিত। জামিয়ার কালজয়ী চেতনার বিস্তার এবং অর্থনৈতিক উন্নয়নে সংস্থাটি কাজ করে যাচ্ছে।