প্রথম মুহতামিম: জামিয়ার প্রতিষ্ঠাতা মাওলানা শায়খ শিহাবুদ্দীন রাহ. ছিলেন এর প্রথম মুহতামিম। ১৩৮১ হিজরী থেকে ১৩৯২ হিজরী পর্যন্ত তিনি এহতেমামির গুরুদায়িত্ব পালন করেন।
এ যাবত মুহতামিম পদে যারা ছিলেন: এ পর্যন্ত চারজন সৌভাগ্যবান ব্যক্তি জামিয়ার মুহতামিমের দায়িত্ব পান। তাঁরা হলেন:-
(১) মাওলানা শায়খ শিহাবুদ্দীন রাহ.- দায়িত্বকাল:- ১৩৮১-১৩৯২ হিজরী।
(২) মাওলানা শফিকুল হক আমকুনী- দায়িত্বকাল:- ১৩৯৩-১৩৯৮ হিজরী।
(৩) শায়খ মাওলানা আব্দুল হাই রাহ.- দায়িত্বকাল:- ১৩৯৯-১৪৩১ হিজরী।
(৪) শায়খ মাওলানা জিয়া উদ্দিন দা.বা-  দায়িত্বকাল:- ১৪৩২-বর্তমান, বর্তমানে তাঁর সহকারী হিসেবে আছেন মাওলানা ফারুক আহমদ।