বর্তমানে পৃথিবীতে কম্পিউটারের শাসন চলছে। সমগ্র দুনিয়া এখন আশ্রয় নিয়েছে কম্পিউটারের ভেতর। জামিয়া যুগ-চাহিদার এ দিকটি গুরুত্বের সাথে বিবেচনা করেছে। ১৪২৮ হিজরী থেকে জামিয়ায় কম্পিউটার প্রশিক্ষণের জন্য নিয়মিত একটি বিভাগ চালু করা হয়। দুজন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে জামিয়ার শিক্ষার্থীরা কম্পিউটারের প্রায়োগিক শিক্ষা অর্জন করে থাকে। এখানে ছাত্রদেরকে
- মাইক্রোসফট ওয়ার্ড
- এক্সেল
- পাওয়ারপয়েন্ট
- একসেস
- গ্রাফিক ডিজাইন (ফটোশপ,ইলাস্ট্রেটর)
- ভিডিও ইডিটিং(অ্যাডোবি প্রিমিয়ার প্রো)
- মোশন গ্রাফিক্সের জন্য (অ্যাডোবি আফটার এফেক্টস)
শিখানে হয়। এছাড়াও সমসাময়িক অনলাইন ও অফলাইনের জনপ্রিয় ব্যবহারি টুলস সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।